T3 || ১লা বৈশাখ || বিশেষ সংখ্যায় শান্তনু প্রধান

উপচে ওঠা ঢেউ
একটি নির্জন দ্বীপ সম্বল করে
পাখিটির দিকে চোখ ছুঁড়ে যখন সিগারেট ধরাও
ঠিক তখনই আমি তোমার ছায়ার উপর বুনে ফেলি কচি পাতা রঙের সংসার
ধোঁয়ার কুণ্ডলী জড়িয়ে কোন সভ্যতার দিকে
উড়ে যেতে চায় এই সংসারের ছানাপোনারা
পাটাতন জুড়ে উপচে ওঠা ঢেউ
বর্ণহীন আলোর পিঠে বিঁধে রাখছে উৎসবের রেণু
আর একটি ফানুশ ধরে উত্তর গোলার্ধের দিকে
এগিয়ে যাচ্ছে বেল পাতায় মোড়া পূর্ব পুরুষের কঙ্কাল
কোন স্বপ্নের আকাঙ্ক্ষায় তাদের এই উড়ে যাওয়া
আমার এই মাদুর শূন্য জীবন যদি তোমাকে ছুঁতে চায় কি দোষ রুগ্ন আঙুলের
সিগারেটের ছাই ভেঙে ঢেকে দিচ্ছে আমার সর্বস্ব
শুধু একবার তুমি …