|| অণুগল্প ১-বৈশাখে || বিশেষ সংখ্যায় সুদর্শন প্রতিহার
by
·
Published
· Updated
নির্বাচনের মহিমা
এইতো মাস দুই-তিনেক আগে ,নষ্টডাঙ্গার নিষিদ্ধ পল্লীর পথটা ধরে হাঁটা লাগিয়ে অফিসে যাচিছলাম ; দেখেছিলাম বিশাল এক জনতার স্রোত I ঢেউয়ের আছড়ানিতে উপচে পড়ছিল রাস্তাটা I কয়েকজনের হাতে লম্বা একটি করে ডান্ডা ,আর তার ডোগাতে পতপত করে উড়ছিল রঙিন পতাকা I সম্মুখে ধরা আছে এক সু-বিশাল ফেস্টুন ,আর তার উপরে বড়ো বড়ো অক্ষরে লেখা আছে অনেক কিছু I আরও ছিলো বেশ কয়েকটা রঙ-বেরঙের প্ল্যাকার্ড I উঁচু স্বরে চলছিলো প্রতিবাদের স্লো-গান …..I
প্রতিবাদটি ছিলো সমাজের চক্ষুশূল ,ওই নিষিদ্ধ পল্লীটার অবৈধ্যতা নিয়ে I বেশ দমদার স্লো-গানের ভাষা ,আর কড়ক লেখনী I মুখ দেখেও বেশ বোঝা যচিছল যে ,তারা এই ব্যপারটির ঘোর বিরোধী I তাছাড়া এমন বিষয়ে প্রতিবাদ জানবে না তো জানবে কোন বিষয়ে !যায় হোক এহেন জন-প্লাবন দেখে মনটা আমার ভরে গিয়েছিলো ……I
শনি-রবি ছুটি কাটিয়ে আজ আবার ওই পথটি ধরেই অফিসে যাচিছ I আর মাত্র ক’দিন পরেই নির্বাচন I দিকে দিকে সাজো-সাজো রব I হাজার প্রস্তুতি ,হাজার সভা I গলির ওই পথটাও সেজে উঠেছে নব বধুর মতো I রাস্তার দুই দিকে শয়ে শয়ে রঙিন পতাকা ; দেয়ালের লিখনী আর কার্টুনের কারুকার্য্য Iযে নিষিদ্ধ পল্লীটা এতদিন চক্ষুশূল ছিলো ,বাদ যায়নি তার দেয়ালও I রঙে রঙে সেজে উঠেছে নির্বাচনের মহিমাতে I সেদিনের সেই পতাকার সেই রঙ আর ছাপ চিহ্ন ,যখন রাস্তার দু পাশে গলায় ফাঁস লাগিয়ে ঝুলতে দেখলাম আবারও ভরে গেলো আমার মনটা I চলছে জনসভা ,উপচে পড়ছে জন-জোয়ারে I তবে আজকের প্রতিবাদের বিষয়টা অনেকটা আলদা …চিরাচরিত I তাই দেখে আরও আরও করে ভরে উঠলো মনটা I আমি আম-জনতা I পার্থক্যটা থেকে গেলো খুশ আর না’খুশে …..I