কবিতায় কথাকলি সোম পারুল

একটু
সাঁকোটা পেরিয়ে একটু
আলো জ্বেলে দেখ
আধপোড়া স্বপ্নের নীল ডানাগুলো
একটু ছুঁয়ে দিয়ে দেখ
ঠোঁট কাঁপা না বের হওয়া কথাগুলো
একটু বুঝে নিয়ে দেখ,
হাঁটুতে ধরা
মরীচিকাটুকু একটু ঝেড়ে দিয়ে দেখো
অবগুন্ঠন খুলে চোখেতে চোখ রেখে
একটু দেখ দু-কূল ছাপানো ঘোর যামিনী
আস্ফালন করে চলে যাবে দূরে।
দু-হাঁটু মোড়া কাঁকড়া ধরা বেহায়া ব্যথা
প্রতীক্ষায়-
তুমি বুঝে নেবে বলে।