T3 || আমার উমা || বিশেষ সংখ্যায় সুমিত্রা পাল

দিনলিপি
প্রহরের পর প্রহরগুলি অবিবেচকের মত
খালি হাতে এসে দাঁড়ায়
নৈশব্দের অক্ষরমালা তাপ্তী’র জল ছুঁয়ে
কোন নিরুদ্দেশে বয়ে যায় …
জমাটবাঁধা ভাবনা কখনো কখনো ফিরিয়ে দেয় অসামান্য সব মুহূর্তের দায় ।
কে বেঁধে রেখেছে পায়ে লৌহশৃঙ্খল?
পাল ছেঁড়া তরণী বেয়ে কার আসা যাওয়া শীর্ণ নদীর বুকে ?
দিকচক্রবালের দিকে কেন তার উদ্ভ্রান্ত দৃষ্টি!
পথ কি হারিয়ে গেছে?
পথ কি হারিয়ে যায় কখনো?
জীবনের আকাশটাতে মেঘ, ঝরে পড়ে বৃষ্টি অঝোরধারায়
মনের গভীর অতলান্তে, ঝরে পড়ে দু’ফোঁটা অশ্রু
তুমি এসে দাঁড়ালে সূর্য উঠবে, জানি
তোমার ছোঁয়ায় অশ্রু বদলে যাবে মুক্তোদানায়, তাও জানি
শুধু জানিনা এই দিনলিপি পূর্ণ হবে কিনা ।