ক্যাফে কাব্যে সুকান্ত পাল

পূর্বাভাস তো ছিল
ঝড়ে সব তছনছ হয়ে যাওয়ার পর
মনে পড়ল এমন ঝড় হওয়ার কথা ছিল।
সারি সারি মৃতদেহের ছবি সহ
চনমনে খবরের কাটা ছেঁড়ার পর
সেক্যুলার পন্ডিতির ধারাভাষ্যে
বোঝা গেল বোধ, বুদ্ধি,মনন
বিক্রি হয়ে গেছে অনেক আগে
ভীষণ চড়া দামে।
সেই ধারাভাষ্যের বিচ্ছুরিত অসংখ্য টুকরোগুলো
নিজের নিজের মতো সাজিয়ে
আবার মাঠে নেমে পড়ি
হাজার ন্যারেটিভে বাজার ভরে ওঠে
আবার প্রয়োজনে
পৃথিবীর বিভিন্ন উপত্যকা
নিশ্চিতভাবেই সেজে উঠবে হাজার লক্ষ মৃতদেহে।