• Uncategorized
  • 0

সাতে পাঁচে কবিতায় সুদর্শন প্রতিহার

ঠিক খুঁজে নাও

নয়নের চয়নে —
ঠিক আর ভুল ,
স্বপনের গোপনে —
চিরে দেখো চুল I
আপনের ভুবনে —
কোন্ ফুল মেলে ,
অকারণের চুম্বনে —
কত কিছু পেলে I
যতনের সমানে —
ঠিক খুঁজে নাও ,
সুজনের সামনে —
ভালবাসা দাও I
উনুনের আগুনে —
আঁচ লাগে বেশ ,
মামনের ব্যঞ্জনে —
প্রেম হাসে শেষ I
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।