কবিতায় সম্পা পাল
তারপর বিশ্বায়ন
রবীন্দ্রনাথের রতন আর ফেরেনি
কিন্তু আমাদের পাড়ায় আজও একটা ভাঙা পোস্ট অফিস আর ছেড়া চিঠি রয়ে গেছে।
জীবনের কিছু বিষয় এখন পলেস্তরা খসে যাওয়া দেওয়াল
তারপরও আমাদের নিত্য দিনে স্বপ্ন এসে ভেঙে যায়
শুধু ঈশ্বরের খোঁজ থেমে থাকে মন্দিরের রাস্তায়
তবু আদানপ্রদান একটু সৌজন্যবোধের অপেক্ষায়
এভাবেই অপ্রচলিত সম্পর্ক ভার্চুয়াল গতিতে এগিয়ে
এরপরও জীবন ইনবক্সের খোঁজে….