কবিতায় শান্তনু প্রধান

সাদা
তোমার শাড়ির বুটিক ধুয়ে ক্যানভাস বানাতেই
অবয়বহীন ঘর্মাক্ত একটি পাখি
আদিম হয়ে উঠল যেই মেতে
সেই সুযোগে তুলির বাঁটে
নেমে এলো সেলফি ভাঙা দ্বন্দ্বের ছবি
স্বচ্ছ জলে তোমারই প্রতিবিম্ব
যতবার রঙ লাগাই না কেনো
খানিক পরে ট্রু কলারে সাদা হয়ে যায়
ধুয়ে যাওয়া সেই বুটিক জড়িয়ে ধরে তুলি
কখনও কি সে জানতো
নিপুন ভুলে বুকের ভিতর গভীর ভাঁজে নিত্যদিনের শব্দ বাজে
শব্দজুড়ে সবাই আছি
ভুলে গেছি শুধু জগত জুড়ে বিশুদ্ধ থাকা
আজ দুপুরে নবগ্রহের কক্ষপথে ক্যানভাসে আর ক্যানভাসে
ন্যাংটো ইঁদুর
তোমার সাথে যেই দেখেছি আমার ভ্রমণ
উঠোন ঝড়ে কে যেন এক আগুন মুখো
দৌড়ে এসে উড়িয়ে নিল আদিম আঁচল।