কবিতায় বলরুমে সরোজ উপাধ্যায়

স্থিত প্রজ্ঞ
কে এক মহাপুরুষ বলেছিলেন দুঃখ সুখে থাকবে অবিচল তবেই হবে স্থিত প্রজ্ঞ কিন্তু স্থিত প্রজ্ঞ হওয়া কি অতই সহজ? জীবন ত কতই স্থুল রোজ কত কি ঘটে সমাজে পরিবারে দুঃখ আঁচড় কেটে যায় এরপরে জুটল জনপ্রিয় গায়কের দেহাবসান তাও শিল্পের জন্য অনুরাগীর কাছে শিল্পর জন্য শিল্পী শুধু তারা মানে না মানতে চায় না তাই জীবন গেলেও গাইতে হবে গাইতে হবে নাভিস্বাস উঠে গেলেও এই অর্বাচীনতা ভাবলে এও এক দুঃখ মনই স্থিত নয় প্রজ্ঞা হবে কি করে?