কবিতায় শান্তনু প্রধান

কোলাহলের বাঁশি
আবহাওয়ার মুদ্রাদোষ জানি না বলে
আমার অসুখ ভ্রমণ
জ্ঞাত পড়িশির জল ডিঙিয়ে যাচ্ছে সম্ভ্রমের বেরিকেট
সেই জলের গভীর রাত ভেজা অন্তরা
শুধু কাঁদে
তোমাকে জড়িয়ে কাঁদে পোশাকি ছায়ার অন্তরালে
কেনো যে তুমি নদী হলে
কিছুই জানিনা বলে অবগহনের আগে কি যে হলো আমার
ভাসছি ভাসছি ভেসে যাচ্ছে গাণিতিক শ্রীগাল
সেই স্রোতে কেনো যে শুধু তোমাকেই আঁকড়াই
সেই স্রোতে জুড়ে হেলোকের বাঁশি আরো তরঙ্গায়িত হয়ে ওঠে।