দিব্যি কাব্যিতে সুব্রত পন্ডিত

রেস্


ঠেসানো দরজার অন্তরীণে বাজছে দূরত্বের বেহালা
কেমন আছো বন্ধু?
ফেসবুকে তোমাকে আজ ছায়া-যুদ্ধের মুখোমুখি বসে থাকতে দেখি

গান ও কবিতা সরিয়ে শুধু ক্লান্ত রিমোটে চ্যানেল ঘুরিয়ে চলি…

আক্রান্ত ও মৃত্যুর অনুপাত কষতে কষতে
উদ্বেগের ঘোড়া থেমে যায় ফিনিশিং পয়েন্টের আগেই

হাসপাতাল টেস্ট করতে চায় ঘোড়াদের রক্ত ও ইউরিন

ভাগ্যিস আমি ঘোড়া নই!
গাধার বার্থ-সার্টিফিকেট দেখিয়ে
দিব্যি পেরিয়ে যাচ্ছি ট্রাফিক সিগনাল…

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।