T3 || সমবেত চিৎকার || বিশেষ সংখ্যায় স্বপন নাগ

এখন সেই সময়
এখন সেই সময়
যখন চুপ করে থাকা পাপ
সেই সময়ের মধ্যে দিয়ে
বয়ে যাচ্ছে আমাদের দিন ও রাত
যখন নীরবতা আমাকেই থাপ্পড় মারছে
বন্ধুকে নয়
প্রতিবেশীকে নয়
পরিবারকে নয়
নিজের কাছেই জবাবদিহি চাইছে
বুকের ভেতরের একটা আগুন
আগুন একটা থাকেই
তাকে ঘুম পাড়িয়ে রেখে
এতদিন তো হেঁটে এসেছি
হাঁটতে হাঁটতে হাঁটতে
এখন সম্মুখে সেই সময়
খাদের অন্ধকার দেখিয়ে যে
দিনরাত ভয় দেখাতে চায়
এতদিনের অর্জিত নীরবতা
আঙুল তুলে শাসাচ্ছে আমাদেরই
পাশ কাটিয়ে চলতে চেয়েছি যত
ততই হাঁ-মুখ অন্ধকার
ঘিরে ধরছে আমাকে
আমার বন্ধুকে
আমার প্রতিবেশীকে
আমার পরিবারকে…
এখন সেই সময়
যখন চুপ করে থাকা অন্যায়
নীরব থাকা ক্ষমাহীন অপরাধ