T3 || কবিতা দিবস || বিশেষ সংখ্যায় শিখা নাথ

ঝড়ের রাতে তোমার অভিসার
সেদিন ছিলো মেঘের ঘনঘটা।
রাতের আঁধার আকাশ কালোয় ঘিরে,
ঝোড়ো হাওয়া গড়লো ধুলোর জটা,
ছুটছো তুমি কালো মেঘের ভীড়ে।
সেদিন ছিলো আমার গল্প লেখা,
তোমায় ঘিরে স্বপ্ন স্মৃতি মাখা।
দমকা হাওয়ায় জানলা খুলে দেখা
হাতের ওপর তোমার হাতটি রাখা।
অনেক কথা ছিলো তোমায় বলার,
ছেঁড়া পালে লাগলো উতল হাওয়া
নদীর গতি মত্ত তালে চলার,
সেদিন ছিলো বেতালে নৌকো বাওয়া।
ছিন্ন তারে বাজলো বীণা বেসুর
কান্না ভিজে মল্লারে দেয় টঙ্কার
তোমার আসার পথটি স্মৃতি মেদুর
ঝিল্লির ডাকে তুলছে রাতের ঝঙ্কার।
যেদিন তুমি আসবে বলেছিলে,
সেদিন ছিলো ওই দুর্যোগ রাত।
হাওয়ার তোড়ে আগল তুলেছিলে,
হয়নি রাখা হাতের ওপরে হাত।
নষ্ট প্রহর গুনছি আজও বসে,
কখন তোমার আসার সময় হবে।
তখন যাবো আমি নিরুদ্দেশে,
গোপন হৃদয় দুয়ার খুলবে কবে।