কাব্যানুশীলনে স্নেহাশীষ নস্কর (মুকুল)

স্বপ্ন দেখি
জন্ম আমার কুঁড়েঘরে
স্বপ্ন দেখি রাজপ্রাসাদের,
শুয়ে থাকি রাস্তা পরে
স্বপ্ন দেখি দরদালানের।
গায়ে জোটেনা ছেঁড়া জামা
স্বপ্ন দেখি তাজমহলের,
পেটে জোটেনা একমুঠো ভাত
স্বপ্ন দেখি রংমহলের।
শুয়ে দেখি চাঁদের আলো
স্বপ্ন দেখি ঝাড় বাতিটার,
বৃষ্টি বাদল মাথায় নিয়ে
স্বপ্ন দেখি রাজ ছাতিটার।
ভিক্ষা করে ক্ষুধা মেটাই
স্বপ্ন দেখি নবাবজাদার,
স্বপ্ন দেখি দাসী বাঁদির
স্বপ্ন দেখি শাহাজাদার।
মনটা আমার আসল রাজা
আমি রাজা নই,
স্বপ্ন দেখি রাজপ্রাসাদের
পথেই পড়ে রই।
স্বপ্ন আমায় বাঁচিয়ে রাখে
স্বপ্নে আমি পথ চলি,
স্বপ্ন দিয়ে রচি যে তাই
স্বপ্নে আমি কথা বলি।