গারো পাহাড়ের গদ্যে ড. এস এম শাহনূর (পর্ব-১৩)

ভারতে সস্তায় হোমিওপ্যাথ চিকিৎসা সংক্রান্ত ওষুধ বিস্তারের পথিকৃৎ
বাংলা ১২৯৬ (১৮৮৯) সালের দিকে মহেশচন্দ্র তৎকালীন ভারতে হোমিওপ্যাথ চিকিৎসার ক্ষেত্রে সুপরিচিত হন এবং প্রতিষ্ঠা পেতে থাকেন।বিজ্ঞ ডাক্তার প্রতাপচন্দ্র মজুমদার, চন্দ্রশেখর কালী প্রমুখ তাঁকে পৃষ্ঠপোষক হিসেবে সহযোগিতা করেন। তিনি ব্যয়বহুল জার্মানির ফার্মাকোপিয়ার ফর্মূলাসহ বিভিন্ন পুস্তক ইংরেজি, বাংলা, হিন্দি, উর্দু, অহমীয়, উড়িয়া, গুজরাটি প্রভৃতি ভাষায় অনুবাদ করিয়ে সস্তায় ছাপিয়ে সমগ্র ভারতব্যাপী গ্রাহক ও অনুগ্রাহকদের বিলি করতে থাকেন। তখন বাংলা ভাষায় হোমিওপ্যাথ চিকিৎসার ভালো কোনো গ্রন্থ নেই দেখে উপযুক্ত মানুষের সহায়তায় পারিবারিক চিকিৎসা গ্রন্থ নাম দিয়ে হোমিওপ্যাথের প্রচার করেন।
➤মিত ব্যয়ী মহেশ চন্দ্র ভট্টাচার্য:
মহেশ চন্দ্রের মিতব্যয়ী এবং নীতি জ্ঞান জীবনাচার এ যুগের মানুষের জন্যে শিক্ষার ক্ষেত্রে এক অনন্য উদাহরণ।
ব্যয়বহুল গাড়ির মালিক হওয়া সত্ত্বেও প্রয়োজন ছাড়া তাতে চলতেন না তিনি।মোটা সস্তা কাপড়ের ধুতি ও ফতুয়া ছিল তাঁর নিত্য পরিধানের বস্ত্র।