গারো পাহাড়ের গদ্যে ড. এস এম শাহনূর (পর্ব – ১৫)

দানবীর
➤রচিত গ্রন্থাবলী:
মহেশ চন্দ্র ভট্টাচার্য ব্যবসায়িক ব্যস্ততার মধ্যে থেকেও লেখালেখি করতেন।তবে সর্বদা আড়ালে থাকাই ছিল যাঁর স্বভাব। নিজের জীবনবৃত্তান্ত লেখারও পক্ষপাতি ছিলেন না। কিন্তু একবার তাঁর পরিচয়ের মিথ্যা অপ্রপচার জানতে পেরে জীবনবৃত্তান্ত লেখায় সিদ্ধান্ত গ্রহণ করেন।তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ ব্যবসায়ী প্রকাশিত হয় ১৩১২ বঙ্গাব্দে। আত্মকথা নামে তাঁর একটি আত্মজীবনী রয়েছে। চিকিৎসাশাস্ত্রের উপর তিনি কয়েকটি গ্রন্থ রচনা করেন। মহেশ চন্দ্র ভট্টাচার্য বাংলা ভাষায় সর্বপ্রথম ফার্মাকোপিয়া প্রকাশ করেন।গ্রন্থগুলো হলো-
✪ পারিবারিক চিকিৎসা,
✪ স্ত্রীরোগ চিকিৎসা,
✪ হোমিওপ্যাথিক ওলাওঠা চিকিৎসা।
তিনি সর্বমোট চারটি গ্রন্থ লিখে রেখে গেছেন,
(১) ব্যবসায়ী
(২) দানবিধি
(৩) ঋণবিধি এবং
(৪) আত্মকথা।
➤একমাত্র পুত্রের মৃত্যুর পর তিনি ব্যবসায় অর্জিত সেই আমলের প্রায় কোটি টাকার সম্পত্তি জনহিতকর কাজে দান করেন।