কবিতায় পদ্মা-যমুনা তে শেখ মামুনুর রশীদ

বৃস্টি মানেই তুমি
তোমার ভালোবাসায় শিক্ত হয়ে
আমি আমার আবেগকে বুঝেছি
তুমি আমার হৃদয় স্পর্শ করেছো
স্বপ্নিল ভালোলাগায় ।
আমার জীবনে বপণ করেছো
এক নতুন জীবন
যেদিন প্রথম তোমাকে দেখেছি
সেই থেকে আমি তোমার ।
তোমার ভেজা শরীর
কামার্ত কন্ঠস্বর, হাসি,
উচ্ছলতা, শরীররে গন্ধ, চাহনি
সবই আমার ।
দেখা হোক না হোক এখনো আমি
ঘুমের ঘোরে তোমার ডাক শুনি
আমি শুধু ভালোবাসি তোমায়,
অন্য কাউকে নয়।
ভালোবাসি বলেই
দিন রাত আমি তোমার ছবি দেখি
প্রকৃতির ছোয়ায়, রংধনুর রংগে
তোমার ছবি আঁকি ।
মনে আছে, চৈত্রের শেষ দিনটিতে
বৃস্টিতে ভেজার পর আমায় জড়িয়ে ধরে বলেছিলে বড্ড শীত লাগছে
সেই থেকে বৃস্টি দেখলেই আনমনা হই ।
সেই থেকে আমার বৃস্টি মানেই তুমি
মনে আছে, কাঁটা ফুটে রক্ত ঝড়েছিলো যেদিন তোমার পা থেকে, সেই রক্ত ঝড়া মানেই
আমার হৃদয়ের প্রথম রক্তক্ষরণ ।
ভালোবাসা অণুপরমাণু নয়
মন না শরীর ?
ভাগের বিষয়ও নয়
ভালোবাসা সব মিলিয়েই ।।