T3 || কবিতা দিবস || বিশেষ সংখ্যায় শর্মিষ্ঠা মিত্র পাল চৌধুরী

বিপন্ন বৈশাখ
দহন দীর্ঘ দগ্ধ বৈশাখে,
আজ আবাহনী সুর বিসর্জিত।
তপ্ত গগনের শানিত রৌদ্রে,
কিশলয় থেকে মহীরুহ কৃষ্ণবর্ণ!
ধরিত্রীর বুকে শুধুই শুষ্কতার চ্যুতি রেখা….
মধ্যাহ্নের দ্বিপ্রহরে অভিমানী অবনীর অভিযোগ ,ধোঁয়া হয়ে ধীরে ধীরে ….
মিলিয়ে যায় নির্মেঘ দিকচক্রবালে ।
তাম্রবর্ণ পশ্চিম আকাশে সূর্য,
আর পূব আকাশে চন্দ্র আজও সহাবস্থানে।।
শুধু পোয়াতি মেঘেরা অদৃশ্য!
পার্থিব মানুষের অত্যাচারে মহাকালের তৃতীয় চোখ খুলে যায়…..
নীরবে অশ্রুপাত করেন এই নীল গ্রহের জন্য।
দেখেন ,ওই স্বার্থপর অবিবেচক মানুষগুলো তীক্ষ্ণ-দন্ত-নখরে কিভাবে ছিন্ন বিচ্ছিন্ন করছে স্বপ্ন আর ভালোবাসাকে!
নীল সবুজ পৃথিবীকে করছে ধূলি ধূসরিত !
জীবজগৎ এক পা এক পা করে এগিয়ে চলেছে বিলুপ্তির পথে……
গর্ভ হারানোর যন্ত্রণা বুকে নিয়ে মেঘেরা চলে গেছে সময়ের স্রোতে!