কবিতায় শর্মিষ্ঠা মিত্র পাল চৌধুরী

সম্পর্ক
সম্পর্ক হয়েছিল।
জানে চার দেওয়াল।
দেখেছে সিলিং।
বন্ধ কাঁচের জানালায় নিঃশ্বাসের ধোঁয়া।
কাকপক্ষী ও টের পেল না।
সম্পর্ক ভাঙলো।
সকলে বলল, বেচারা মেয়েটা…
খালি ভুল করে!
যে বেদনায় স্থির হয়ে যায়… কথা হারিয়ে ফেলে;
লোকে তাকে পাগল বলে।
ছেলেটা ভালো।
ভদ্র, সভ্য, বাধ্য।
কি আর করা যায়?
সংসারের পূণ্যভূমি বলির রক্ত চায়!
শুধু মনের ঘরের গভীর ফাটল জানে;
জীবনের সেরা সময়টুকু চলে গেছে আপাদমস্তক কথার চাবুকে!
ফিরতে চাইলেও মন শেষমেষে পাড়ি দেয় না ফেরার দেশে।
পাতাল প্রবেশে।