কবিতায় বলরুমে সঙ্গীতা মুখার্জী মণ্ডল

চাহিদার মাপকাঠি
হঠাৎ করে প্রেম ছুঁলে,জগৎ অন্ধকার।
কবিতা মরীচিকা মাত্র।
বসন্তের স্রোতে বয়ে যাওয়া আলো
সে এক চাঞ্চল অগ্নিশিখা, স্পর্শ ফাগুন রঙের
ফিকে আলোই দুর্নিবার, অনুসরণ থেকে দূরে অনুকরণ নয়
তবুও অস্থিরতায় স্বপ্ন, পাখিদের সীমানায় চন্দ্ররাগ নতুন বাসা বাঁধে
কেন্দুলি এক উপন্যাস,
যার ঝরাপাতা আমাকে শিখিয়ে দেয় স্বার্থ কিংবা শর্ত নয়
চাহিদার মাপকাঠি হলো প্রশান্তি, ভেঙে ভাঙিয়ে ওঠা নয়
নিজের শক্ত হাত দুটো শক্তি জোগায় স্বচ্ছতার।