T3 || কবিতা দিবস || বিশেষ সংখ্যায় শম্পা মুখার্জী কোলে

তোমায় ভালোবেসে
কত রূপে সাজাতে চেয়েছি
মনের স্বপ্ন দিয়ে,
দুহাত বাড়িয়ে দিয়েছো ধরা
ধন্য তোমাকে পেয়ে।
দুঃখ পেয়ে খুঁজেছি তোমায়
কাছে এসেছো তুমি,
আনন্দেতে জড়িয়ে ধরে
আদর করেছি আমি।
শিশির ভেজা জোৎস্না রাতে
মনের আঙিনায়,
এঁকেছি তোমায় কত সুন্দর
খুশির আলপনায়।
প্রখর রোদ, ক্লান্ত দুপুর,
দুর্বিষহ জীবন,
তোমার কাছে ছুটে গেছি
পেয়েছি তোমাকে তখন।
বৃষ্টি মুখর বর্ষার দিনে
তোমাকে থেকেছি ছুঁয়ে,
ভালোবেসে মনের প্রদীপ
রেখেছি আমি জ্বালিয়ে।
শীতের দিনে নরম রোদ
মাখিয়েছি তোমাকে যত,
এগিয়ে এসে নিবিড় হয়ে
দিয়েছো ধরা তত।
রঙিন বসন্তে রাঙিয়েছি তোমায়
যত ইচ্ছা খুশি,
তোমার মুখে দেখেছি তখন
মিষ্টি মধুর হাসি।
হৃদয়ে তুমি আছো আমার
থাকো আপন হয়ে,
ধন্য এ জীবন ধন্য আমার
কবিতা তোমাকে পেয়ে।