প্রবাসী ছন্দে এস. এম. ইব্রাহিম খলিল (বাংলাদেশ)

গল্প
গল্প গুলো হঠাৎ করে
নতুন দিকে মোড়,
আশা গুলো থেঁতলে উঠে
ভাঙে ঘুমের ঘোর।
কথা দেয়া কথা গুলো
ধুঁকে ধুঁকে মরে,
হৃদয় থেকে বৃষ্টি মালা
থর থরিয়ে ঝড়ে।
গল্প গুলো ভিন্ন দিকে
রোজ রোজ ছুটে,
স্মৃতি গুলো জাবর কেটে
অতীত কথা গুটে।
কেমন জানি মায়া বাড়ে
গল্প হলে স্মরণ,
ভেবে ভেবে বেলা কাটে
থমকে দাঁড়ায় চরণ।
কথা গুলো আলুনি দেয়
প্লট করে নতুন,
হাসি গুলো উঁকি মারে
স্বপ্ন করে যজুন।
স্মৃতির পাতা মনের খাতা
গল্প লেখে রোজ,
কোথায় তুমি এলিয়ে চলো
দিও একটু খোঁজ।
মনের আলো দিয়ে আমি
খোঁজে নিবো তরি,
পা মাড়িয়ে হাত বাড়িয়ে
দেখবো সময় ঘড়ি।
রেখা যদি উদয় মেলে
জোসনা ভেঁজা রাত,
হাসি দিয়ে দাঁড়িয়ে রবো
বাড়িয়ে দিবো হাত।
গল্প গুলো ঝমে উঠুক
স্মৃতির তরি বাইয়া,
প্রহর গুনি নিত্যবেলা
পথ ফিরি নাইয়া।