T3 || সমবেত চিৎকার || বিশেষ সংখ্যায় শান্তময় গোস্বামী

রাত দখলে রাত
কিছু ছায়াশরীর চিনতে জোড়া ক্রোমোজোমই যথেষ্ট,
রাত দুটো… ক্লান্তিতে খুলে খুলে আসা শরীর
রেস্ট রুমের বদলে কনফারেন্স রুমে
বেজে ওঠে নিষিদ্ধ পাপের কলিং বেল।
অপার নকশা নিয়ে ঘুমোচ্ছে জেড-ভঙ্গি
ডাক্তারি অ্যাপ্রনে শিথিল ইঙ্গিতের অভিশাপ।
যেন ঈশ্বরের ভাঙা ‘র’…
আলতো হয়ে নিষ্পাপ গোড়ালি ধুয়ে নামে একাকী ভাঙন।
অন্ধকারে বন্ধ চোখ… ছেঁড়া গাল
নক্ষত্রের কাছাকাছি কালো কিছু মেঘ
পাশাপাশি শুয়ে থাকে ভাঙা চুলের ক্লীপ,
নীল আলোমাখা ইয়ারফোন, বার্নিশ-গন্ধ চাটা শরীরী আবেগ।
ধুয়ে গেছে চাঁদ- নরক পিশাচ লোভে
ধ্বস্ত নাইটিঙ্গেলের কমনীয় ভাঁজে খাঁজে
একটি থার্মোজার্ম… অকাট্য আত্মহত্যা ছক
পলাতক অন্ধকার… সাইক্সের রাতচরা পাখি।
রাত দখলে রাত আজ জাগবে রাজপথে
উপায়ান্তরে এই বোধহয় ছিটেফোঁটা…
স্বাধীনতা দিনের আগেই কালোর বুকে জ্বলে উঠবে আলো
এমন আলোকসামান্য মৃত্যুর ছবিই তো এঁকে চলেছি আমরণ!