মার্গে অনন্য সম্মান ডা. সুচন্দ্রা মিত্র চৌধুরী (সেরার সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ১৩৪
বিষয় – অনুগল্প
ঝড়ের রাতে তোমার অভিসার
আজ এতো বৃষ্টি সকাল থেকে তার সাথে পাল্লা দিয়ে ঝোড়ো হাওয়া। বাইরে বেরোনোর আর জো নেই। সারা দুপুর প্রসূন ঘুমিয়ে কাটালো। সন্ধ্যে থেকে বেগ এতো বাড়লো মনে হচ্ছে বর্ষাকালের পুরো কোটার বৃষ্টি আজ হয়ে যাবে।
অচিন্ত্য, প্রদীপ, সুরজিৎ ওরাও আজ আর কেউ এলোনা।
প্রসূন ছবি আঁকতে শুরু করলো। কিন্তু না কিচ্ছু হচ্ছে না। রাত প্রায় দশটা। কলিং বেল বেজে উঠলো। প্রসূন বললো—- নিশ্চয়ই এই বৃষ্টিতে ওই বাউন্ডুলেগুলোই এসেছে। যাক, রাতটা ভালো কাটবে।
দরজা খুলে হতবাক! একজন মাঝবয়সী মেয়ে, বৃষ্টিতে চুপ চুপে ভিজে, গভীর ,বড় বড় দুটো চোখে প্রসূনের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বললো—- রাতে থাকা যাবে? বৃষ্টি থামলে চলে যাবো।
প্রসূন বাকরূদ্ধ হয়ে দরজা থেকে সরে দাঁড়ালো।
মেয়েটি ধীর পায়ে ভিতরে ঢুকে চুলটা খুলে দিল।প্রসূন দরজা বন্ধ করে এসে দেখে মোহিত হয়ে গেল। তারপর মেয়েটিকে একটা চেয়ারে বসতে দিয়ে আবার ছবি আঁকতে শুরু করলো।।
জানালা দিয়ে সূর্যের আলো চোখে পড়তেই প্রসূনের ঘুম ভেঙে গেল। চারিদিকে তাকিয়ে দেখলো, কেউ কোথাও নেই। শুধু ক্যানভাস জুড়ে কাল রাতের মেয়েটির মুখ আর দিঘল দুটি গভীর চোখ তার দিকে চেয়ে আছে।
প্রসূন নিজের মনে বললো—-
ঝড়ের রাতে তোমার অভিসার।