কবিতায় শ্রীমহাদেব

১। তথ্যচিত্র
শামুকের খোলার ভেতর ক্যামেরা যত
মোক্ষম পুরুষাঙ্গ বাসে বাসে ট্রেনে ট্রেনে
সুখ পায়।
হিঁচড়ে সমাজ তাতে
দোষ দেখেনা
চুমু চাটি খোলা নর্দমার ধারে
দুঃখ পায় তবুও।
শব্দ কক্ষে সাজানো খাট
শ্মশান যাত্রায় ফুলেদের খাট
গর্বিত পুরুষ কাপড় ছাড়াও
গৌর নিতাই।
২। শিশু
লিঙ্গভেদে জননাঙ্গের মাপ
নিতে নিতে পুরুষবেলা ছোটে
রঙ শিখেছে শিকারি দানব
লোকসান মেনে নিয়েও
একমনে রাত্রি নদী পার
আমাদের রাত নেই
গান নেই ,ভুল করে কুল খসে গেলে
সোনার পালঙ্কে শুয়ে স্বপন বুনি।
স্বপ্ন খসে গেলেই যত বিপত্তি
সারা পৃথিবীর শিশু কখনও এক হতে জানেনা।