কবিতায় শ্রীমহাদেব

ঘোড়াগুলি
সূর্য নামের ঘোড়াটি থেকে আগুন ঝরে
ব্রত থেকে বিদায় চেয়েছে কবেই
ঘুন ধরেছে খুন ঝরেছে
মাটি থেকে ঘাস ছিঁড়ে খায় বাহুবলি
যত্নের সাথে
বন্ধুভাব, ঘোর লেগে যায়
জোৎস্নার মায়াজড়ানো ঘাস
থেকে টুক করে খসে যায় মায়াফল
লাগাম ছেঁড়া এক ঘোড়াদল
কেড়ে খায় আলোর তেজ
অন্ধকার ঘিরে জড়িয়ে থাকে সাপ
লম্পট লাবণ্য তাকে শুধরে নিতে শেখায়
ঘোড়াগুলি ফিরে যায়
ঘোড়াগুলি ঘাস খায়
ঘোড়াগুলি জিরোয়
আশ্বিনের কাশফুল মায়ায়।