সাতে পাঁচে কবিতায় সোনালি মণ্ডল আইচ

রং বাক্সো
তার সাথে যে আমার রাগ তা এখন কান্না সেই ফোনের মতই
তারপর কেটে যাওয়া দিনগুলোর প্রত্যন্ত বলে কিছু নেই জেনে
অন্যমনস্ক ঘরের একটা চেয়ারে বসে রক্তচাপ নিয়ে কথা
হৃদয় তো থাকতেই হয় প্রাণ স্বীকার করে নিলে
আর হজম তো করতেই হবে দিন যাপন যেমনই হোক
কুড়িয়ে রাখিনি যা কিছু তারাও আমাকে দেয় ঘুম ভাঙিয়ে
দুর্লভ ভাবিনি বললে অভিমান বোঝে
প্রতুল সাহস আছে ভেবে রাতের নদীর মতো ফুটফুটে জোছনা মাখি
রুপোর ঝলমলে ঢেউ নিয়ে বেশ দুলছে সবকিছু
কেউ পড়ে যায়না ডাক্তার কথা বলতে থাকে
আমি দেখি গুলাচের ফুল ফুটেছে থরে থরে
কিন্তু ওরা অচেনা এই প্রথম দেখা,ছবির মতো স্থবির
ভ্যানগগ হাসছে নিজের কান দেখিয়ে কিছু আঁকলেন
দেখি ক্যানভাসে সকলেরই একটা কান
সেই থেকে মন স্বাভাবিক উছ্বল অবিকল ভরপুর।