কবিতায় সোনালি মন্ডল আইচ

বোবা কালা

গণৎকারের চোখ আতস কাচে বন্দি।
দেখালো সে আপন কতক ভেল্কি।
কানের মেশিন লাগসই তার ছিল।
একদিন কেউ করল চুরি সেটা।
পাগলপারা হয়ে খুঁজে অন্ধ তারা।
শনির নামে পাঁচ টাকার আন বাতাসা।
মানত কর ভরসা নেই, অভাব বড্ড জ্বালা।

ব্যস্ত হও শোক ভুলে
পথের কুকুর মারছে
কারা বিষ মিশিয়ে।
জয় জগন্নাথ কোথায় যাই!

সবকিছু তো টুকরো করে সামাল দিচ্ছ,
লাভের লাভ?
মন বলে কী একটু মায়া নেই পাঁজরে।
বেওবাফা এমন আইন পাষান ওরা।
জোনাকিরা গল্প বলে ফসফরাসের।
লেবু তলায় কবর খুঁড়ে চাপা দিল পশু পাপ।
গতি হল এখন রাস্তা ফাঁকা, ভো.. ভা..
গোল্লাছুট পড়ল পুট অনেক সাপ।
মইগুলো সব পায়াভাঙ্গা খেলার মাঠ!
ঝুলছে তারা উপরে ওই অভিশাপ।
বোঝ ঠ্যালা ঠ্যাংগারে সব ইচ্ছে হলে
ফেলবে মেরে লজ্জা কেড়ে।
লাইজলে রাখ চুবিয়ে যন্ত্রপাতি।
ফাঁসি হলেও হাতিটার দোষ ছিলনা!

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *