এতবার হেরে যাওয়ার পরেও
কোথাও বাসনা ফুরিয়ে গেল না
টলটলে জল থই থই করছে
গাছ যেমন তার শিকড়ের ওপর
ভর দিয়ে একমনে দাঁড়িয়ে থাকে
ঊষার বিকাশ হয়ে
সংশয়, দ্বিধা, তর্ক সব দূরে চলে যায়
অনেক দূর থেকে তেমনি আমার নিঃশ্বাস আসে
তুমি রাগ করে চলে যেতে বল
আমি তোমার প্রথম সংশয় ছিলাম না(!)
সৃজনবাসনা(২)
সবাইকে ভুল বলি কি করে
তার চেয়ে নিজেকেই ভুল বলা ভাল
আকুলতা ততখানি নির্ভরশীল নয়
কেন না, অনেকেই বলে ঈশ্বর নেই
যে কারণে বিজ্ঞানও নেই
প্রকৃতিও অপব্যয়
শুধু কাল-পারাবার ধরে পালিয়ে যাচ্ছি
এর নাম বেদনা
দেখ, এই ব্যথায় কোথাও সংশয় আছে(!)