কবিতায় বলরুমে শ্যামল মজুমদার

ইস্তেহার

ভাঙো ভাঙো লোহার প্রাচীর
বুকে টানো কুয়াশার শ্বাস ;
গড়েছি অর্ধেক সেতু ঘামে
বাকি ঘামে ভাসি বারোমাস ।

হাঁটো হাঁটো পিঁপড়ের দল
মুঠো মুঠো খাদ্য চুরি করো ।
অনাহারে কাব্য খুঁজে পাও ?
নিজে তবে গলা টিপে মরো –

জল চেয়ে গ্লিসারিন পাই
লোকে ভাবে বেজায় কৃপণ ;
কাঠুরিয়া ফিরে এলো যেই
পুনরায় গাঢ় হলো বন ।

উরু জুড়ে ভালোবাসা এসো
দিনরাত ঘেঁটে ঘষা কাঁচে ,
খোলা চুলে প্রেমিকার হাসি
কে না জানে বেজায় ছোঁয়াচে ।

বাঁধি জল নদী – খালে – বিলে
ফুলেদের রাখি গাছে গাছে ।
বুঝবে গোধূলি দেখা দিলে
কোথাও তো লোকালয় আছে –

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।