আর কতটা নিচে নামতে পারে সামাজিক জীব !
আর কতটা বার করতে পারে লকলকে জিভ !
গড়িয়ে গড়িয়ে পড়ছে বিষাক্ত লালা …
জন্ম দিচ্ছে অন্ধকার জনপদ ;
চিরকাল সামাজিক জীব দেখে ভয় পেয়ে এসেছে
অন্য সকল জীব জগত ;
আজ ভয় পাচ্ছে নিজেরাই এক অপরকে দেখে ;
কে কাকে কখন শেষ করে দেবে জানে না ;
একটা ভয়ংকর সময়ের মধ্যে দিয়ে চলেছে বোধ ;
হৃদয় বলে যেন আর কিছুই নেই ;
পড়ে আছে কেবল
এক সময়ের পৃথিবীর শ্রেষ্ঠ মস্তিষ্ক সকল ;
প্রকাশ্য দিবালোকে অর্ধ নগ্ন পাগলি হেঁটে গেলে
সকলেই দেখে ,
তবে আড় চোখে ;
সেখানে কি ভাবে নারী জাতি হেঁটে বেড়াবে
আপন ছন্দে !
কি ভাবে বাতাসে বাতাসে ভেসে বেড়াবে
রাগ ইমন-কল্যাণ !
কেবল মাত্র নিজেরটুকু বুঝে নিতে নিতে
আশেপাশে তাকানোর ফুরসৎ পায় না ;
আর যখন তাকানোর প্রয়োজন হয়
ঠিক তখনই দেখে কেউ কোথাও নেই ;
চারিদিকে অন্ধকার আর অন্ধকার …
এক দল ছেলে-মেয়ে
বিকালের আলো মাখতে বেরিয়ে দেখে
গাছের সবুজ পাতা গুলি আরও গাঢ় সবুজ হচ্ছে ;
দখিনা বাতাসে বাতাসে ভেসে বেড়াচ্ছে
বৃষ্টি ভেজা মাটির ঘ্রাণ , পরিচিত ফুলের সুবাস ।