T3 || দোল পূর্ণিমা || সংখ্যায় লিখেছেন সুমিত মোদক

গোপন রাইকিশোরী

তুই না এলে রাইকিশোরী কি ভাবে রঙ মাখবে !
কি ভাবে শুরু হবে বসন্ত উৎসব !

রাঙামাটির ধুলো মাড়িয়ে যখন সাঁই এগিয়ে চলে
তার লক্ষ্য পথে ,
ঠিক তখনই দক্ষিণা বাতাস টুপটুপ করে
খসিয়ে দিয়ে যায় সোহাগী পলাশ ফুল ;
কোকিলও সুমধুর কণ্ঠে খুঁজে নেয় তার সঙ্গিনীকে ;

তুই এ বসন্ত থেকে অনেক অনেক দূরে ;
যেখানে কোনও ভাবে প্রবেশ করবে না
হৃদয়ের সূক্ষ সূক্ষ অনুভূতি গুলো ,
দূরন্ত এক প্রেম ;

যদিও এখন সারাটা মস্তিষ্ক জুড়ে কালো কালো মেঘ ;
যদিও এখন এ জীবন যাপনে এক অস্থিরতা ,
তবুও এক মুঠো শুদ্ধ বাতাস বুক ভরে নিতে
নেমে পড়েছি তোর আগমনের পথে ;

হলুদ পাতা খসিয়ে নতুন করে সেজে উঠেছে
বিবর্ণ গাছ গুলো ;
অথচ , এতোটা সময় গেলো
আমরা সেজে উঠতে পারলাম না মনের আনন্দে ;

তুই না এলে আমরা সাজবো কি ভাবে !
কি ভাবে সেজে উঠবে তোর গোপন রাইকিশোরী !

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।