কবিতায় শুভদীপ মাইতি

যে পথ ফিরে আসার
সযত্নে ওইমুখ রাখা আছে বুকের কোমলতায়,
আমি আদরে সোহাগে শুশ্রূষা করি পেলব।
আলো দিই, বাতাস দিই, মুছে রাখি কাচজল, ঝাপসা কারুকৃতি
অনন্ত যাপন ছুঁয়ে বর্ষাকালীন গাঢ় হয় মিসিসিপির মেঘ।
তার টরেটক্কা শ্রাবণে ধ্বসে যাচ্ছে মাটি। ভেঙেও যাচ্ছে মানতের থান
আমাকে খর্বকায় ফিরিয়ে দিয়েছে কর্কটক্রান্তির অসুখ
আমি টালমাটাল টের পাচ্ছি মায়ের গন্ধ ও আত্মীয়নগর
মেঘলা দিনে যখন মনখারাপকে আই.ভি. ইনজেক্ট করছি শরীরে
ভাষাপথ জুড়ে স্পষ্ট হচ্ছে প্রেমিকা ভাসান ও জন্মপথের দাগ।