ক্যাফে গদ্যে সাগ্নিক মুস্তাফি

ধর্ম
জন্মাবার পর থেকে আজ অব্দি বুঝে উঠতে পারলাম না আমার ধর্ম কী… রোজ শুনছি দাঙ্গা হাঙ্গামার গল্প। আমি আজও বুঝিনি কিসের ক্ষোভে ছড়িয়ে পড়ে আগুন। শান্ত চোখে এগুতে থাকি, পরপর দুবার accident হলো, দুবারই দেখলাম আমাকে বাঁচাতে, হসপিটালে নিয়ে যেতে ছুটে আসছে কিছু মানুষ, আমি তাদের চিনিও না ধর্ম তো অনেক পরের কথা। তবুও ট্রেন পোড়ে, দাঙ্গা হয়। জন্মের সময় একটা শান্তির আস্তানা ছেড়ে বেড়িয়েই আমাদের মুখে পড়তে হয় এক ভয়ানক বিষয়ের যার নাম “ধর্ম”।
জন্মসূত্রে নাকি ধর্ম পাওয়া যায়, অথচ ধর্ম খেতেও দেয় না, পড়তেও দেয় না। ধর্ম আসলে একটা যাপন, কোনো উস্কানি নয় কোনো শ্রেষ্ঠত্ব অর্জন করাও নয়, ধর্ম নমনীয়তারই রূপ। আজ বুঝেছি, ধর্ম মানে যে ধারণ করে , যে ভুল ঠিক বোঝায়। ধর্ম যতদিন আমাদের ধারণ করবে ঠিক ততদিনই সেটা ধর্ম, আর যেদিন আমরা ধর্ম বাঁচাতে ছুটব সেদিন আমরাই ধর্মের গলা টিপে …. যাইহোক।