T3 || অবিস্মরণীয় নজরুল || বিশেষ সংখ্যায় ডা: সত্যব্রত মজুমদার

লহ মোর প্রণাম
যে দেশে জন্মিলে কাজী নজরুল,
যে দিশায় সৃষ্টি তোমার অপরূপ,
যে ক্ষুধার জ্বালা সয়ে,
সাহিত্যের সকল আঙিনায়,
উন্মোচিত তোমার প্রতিভা,
গানে, কবিতায়, প্রহসনে,
ইসলামী গানে, শ্যামা মায়ের চরণে
নিবেদিত সংগীতে, সকল জাতিসত্তার ঊর্ধ্বে,
মিলনের গানে, বিভেদকামিতার বিরুদ্ধে
সর্বহারার লড়াইয়ে, বজ্রকণ্ঠে উচ্চারিত,
তোমার উল্লাসের জয়ধ্বনি,
তুমি যে কবি, বিদ্রোহী, বুলবুল।
অন্যায়, শোষণ, নিপীড়িত মানুষের জাগরণ,
ছিল মন্ত্র, ছিল উন্মেষের গরিমা, প্রতিটি রক্তবিন্দুর মাঝে,
জ্ঞানের গভীরে থেকে, শোনালে ছন্দের ঝংকার,
ভাষাকে করলে হাতিয়ার, সংগীতের মাঝে ছড়ালে মনের মাধুরী, সকল ধর্মের মিলনের মাঝে,
গেয়ে গেলে বজ্রকন্ঠে, জীবনের জয়গান,
তুমি কবি, তুমি বিদ্রোহী, তুমি ক্লান্তিহীন পথের পথিক, ঝাঁকড়া চুলের বুলবুল কবি, অগ্নিবীণায় রনিত তোমার বাণী, উল্লাসে, জয়ধ্বনিতে, তোমারে শতকোটি প্রণাম, শুভ জন্মদিনে, চরণের তলে।