কবিতায় বলরুমে সোনালি
by
·
Published
· Updated
প্রাণ
লাব ডুব আর ধুকপুক
তাই বাঁচতে চাইছে বাচ্চা
কন্যা পুরুষ লিঙ্গ ভেদে
বাঁচার উপায় পাবে ?
মানুষ পশু ফারাক কোথায়
কে বলছে আর কাকে
নতুন চিন্তা কপাল ঠোকে
বাঁচতে চায় কি ভাবে
বৃদ্ধ প্রাণ আর অশক্ত দিন
জোরদার আর ভীরু
অর্থ চাবুক পেশীর দাপট
কে আজকে কার গুরু
নেশার জোগান চায় কৈশোর
যৌনতা চায় দেহ
সংখ্যা খুঁজছে উত্তেজনা
ভিড়ের সমারোহ
খবর খবর চাটনি খোঁজে
মধ্যবিত্ত ঘর
টুইটার আর ইন্সটাগ্রামে
তরুণদের বছর