ভরসা নয়, প্রত্যাশা নয়
নিজের বুকে শক্তি আর সাহস জোগাও
পদাঘাতে ভেঙে ফেলো খর্ব নিয়ম।
দশ হাত নাই বা হলো, দু’হাতেই হও রণচন্ডি!
বুঝে যাক গোটা দুনিয়া
মেয়ে বলে তোমরা আর অবলা নও!
সংহার করতে পারো অসুর।
তাই আসুরিক মানসিকতা চূর্ণ করতে হলে
অন্তত দুর্গা হয়ে উঠতে হবে তোমাদের!
এখন থেকেই সেই পাঠ নেওয়া শুরু হোক।