কাব্যানুশীলনে সুপ্রভাত মেট্যা

বৈরাগ্যের বাদ্য
তোমার হাসিমুখ দেখলে
নিশ্চিন্তে ঘুমিয়ে পড়তে পারি।
সাদা বকের, উড়ে যাওয়া স্বপ্নে,
নিজেকে ভাসিয়ে দিতে পারি খুব।
হাসি যে কী মসৃণ মখমলে সুখের হয়ে ওঠে,
তা তোমাকে কী বলে বোঝাবো !
শহর ছেড়ে এসে এই গ্রামের ধুলায়
তোমাকে কেমন যেন বাউল বাউল লাগছে !
তাই দেখে, আমিও গেরুয়ারোদে সেইরকমই
বৈরাগ্যের বাদ্য হয়ে পড়েছি।
এখন তুমি বাজালেই হল,
গ্রামের মানুষেরা দুইহাত তুলে
নৃত্য করতে করতে ছড়িয়ে পড়বে পাড়া।