কাব্যানুশীলনে সুপ্রভাত মেট্যা

ছেলেটি এবং মেয়েটি
ছেলেটি সাইকেল চালিয়ে,
দূরত্ব কম করিয়ে ,সম্পর্কের মুখোমুখি হয়ে দাঁড়ায়, মেয়েটির।
ক্রমশ জোড়া লেগে তালগোলপাকিয়ে
দুপুরের দিকে এগিয়ে যায় বল।
হাওয়ায় দুলে ওঠে পতপতিয়ে কবিতার পাতা।
ধুলোর কপালে ,ফুল ফোটে হেসে লাল ।
দুপুর গরম করে নিয়ে এসে শরীর “নাও,ধরো,হাঁ করো।” বলে,
মেয়েটি অতিসাহসী হতে গিয়ে
অতিরিক্ত রাত্রির দিকে ঝুঁকে পড়ে ,
অদৃশ্য হওয়া রহস্যের মতো হয়ে দাঁড়ায়।
প্রতিদিন অন্ধকারের আনন্দগুলি বিছানায় লিখে
অসুখমূলক গল্প তৈরি করে ,আর সেই গল্পগুলি জুড়ে ,
একসময় রহস্যরমাঞ্চকর একটি উপন্যাস সৃষ্টি করে মেয়েটি।
যার নায়িকাচরিত্র সে নিজেই ,
ছলেটিকে হিমেল জড়িয়ে ইতিহাস হয়ে যায়।