T3 || সমবেত চিৎকার || বিশেষ সংখ্যায় স্নেহাশিস মুখোপাধ্যায়

অপলাপ
শুধু জেগে থাকো প্রহরীরা।
রক্তে নাড়ী জেগে উঠবে!
আগমনী গান শুনে ভোর হবে!
তোমাদের মেঘের কাছে মেঘ থাকবে।
শুধুই ক্ষমতা দেখছি, ব্যাঙের ছাতাও!
প্রতিবাদে দেখে নাও শঙ্কার দিকটাও!
সিঁড়ি টপকে ওঠা শহরের ভীতটাও!
দেখে নাও, বুঝে নাও প্যানিকের হিতটাও!
একদিকে প্রতিবাদ, অন্যদিকে প্রতিঘাত!
দিব্যি কর্তব্যে টিকে আছে অপঘাত!
কবিতা কারা লেখে, কারা ভাবে, তাদের
এক অংশ তরফে তরফে নিলো বারো হাত!
তুমি সবকিছু শুরু ক’রে ব’সে আছো, হঠাৎ!