কবিতায় শুভদীপ মাইতি

মৌনতা বিষয়ক
আমাদের কি সত্যিই আর কোন কথা ছিলনা!
শ্রীময়ী আলোর মতো একটি উঠোন জ্বলে আছে
যে ছেলেটি মাথা নিচু করে চলে গেল শ্মশান ভূমিতে
তার অসময়ের মিসিসিপির মেঘ তোমার মাথার ওপর
তরুণ কবির স্পর্ধার মতো এই খাদ। উৎকৃষ্ট অন্ধকারের মতো নীরবতা
ভালোবাসা উবে গেলে দেহ ছেড়ে আলগা হয় ছায়া
আমাদের পরস্পর মুক ও বধির শূণ্য চেয়ে থাকা
যখন সংরক্ষিত হচ্ছে প্যাসেঞ্জার ট্রেনে;
কবির প্রথম কাব্যগ্রন্থের পাতায় পাতায় উল্কা বৃষ্টির মতো
খই ফুটছে