কবিতায় শুভদীপ মাইতি

বিসর্জন
১.
বিসর্জনের দিনে শোকে পাথর হলে তুমি।
জাতীয় সড়ক বরাবর ব্যাথা পেরিয়ে দু’চোখে জন্ম নিচ্ছে প্রজাপতিরা
২.
কোন উষ্ণতা ছাড়াই আমি দহন বিষয়ক ফেলে রেখেছি শরীর
রাতভোর ব্যস্ত জেগে থাকে দূরপাল্লার জংশন
৩.
ঈশ্বরের বাগানে যখন সুগন্ধ ছড়াচ্ছে হৃদয় জারিত আতর
আমাদের শ্রমজীবী গাঁয়ে নুন ফুটছে শরীরে
৪.
কথা ছিল। ফিরে যাওয়ার। অপেক্ষায় জলপথ
অথচ, শরীরে ভেঙে যাচ্ছে সংক্রান্তির ঢেউ
৫.
যাব বলেও যাওয়া হলোনা। জেগে থাকে গমনের পথ ও দেশ
গোপনে ভিজে যাচ্ছে ভূমিপুত্রের রুমাল।