কাব্যানুশীলনে সুপ্রভাত মেট্যা

স্নিগ্ধ কবিতা
আমার দুঃখ সব জমে নোনা ধরে ঝরে যাচ্ছে শরীর।
ঝাঁঝরা হয়ে আসছে জীবন।
কথা ছোট হয়ে আসছে আমার।
দৃষ্টি- কী ভীষণ ক্ষীণ, লন্ঠনের কিন্ কিন্ আলোয়
খুঁজে পাচ্ছেনা কোনও লেখা;
যে নিজেকে একটুখানি ভালোকরে পড়িয়ে নেবে।
পড়িয়ে পড়িয়ে বলবে: না শুধু সংসার নয়,
সমস্ত পৃথিবীর অসুখ সারানো খুব দরকার
আমাদের দেশে।
ধুলোগ্রামের শহর গড়ে উঠবে আমার শ্রম থেকে,
ক্ষুধা থেকে জ্যোৎস্না, পাহাড়ী প্রাসাদোপম শীতে
সিঁড়ি ঘরের নিশান চালায়, সেই চাঁদের স্নিগ্ধ কবিতা-
তুমি হয়তো দেখবে একদিন, তুমুল একাকী!