কবিতায় শুভদীপ মাইতি

দৃষ্টি
মনের ভেতর একটা ঝুল বারান্দা। তাকে আড়াল রেখে, অকপটে খুলে ফেলছি
নখদর্পন, মায়া-মন্ত্র-জাল
বইয়ের ভাঁজে গোপন পালক তড়িৎ তরঙ্গে খুঁজে নেবে দধীচির হাড়
আমি কান্না ভাসান ফেলে রেখে এগিয়ে যাচ্ছি নদীর জলসত্রে
আঁশজলে ভিজে যাওয়ার আগে কি ভীষণ নিদ্রায়
জিয়ল মাছের ফাটল
মানুষ যখন পারস্পরিক ছড়িয়ে পড়ছে স্থল ও বৃন্তে
আতস কাঁচের মতো ভেসে উঠছে মৃত মাছেদের সঙ্গম সমূহ।