রক্তের সম্পর্কগুলো সর্বদা হয়না ভালো
রক্তের সম্পর্কের গায়ে লেগে আছে স্বার্থ
ওরা এসে কত কথা বলে গেল সেদিন
যাদের তুমি আপন বলো তারা এরকমই রবে চিরদিন
আপন নামক এই গণ্ডি হতে আমি নিতে চেয়েছি নিস্তার
আপন হতে পারিনি কারোর;আপন হইওনি কখনো;কারণ,
আপন লোকেরাই আমায় ছুঁড়ে ফেলে দিয়ে করবে অপমানের বিস্তার
স্বপ্নময় প্রেক্ষাপট কখনো হয়ে ওঠে সংকট
বিদ্রুপ আর মনোমালিন্য;জীবন হয় ধন্য
আপনার হস্ত হতে ছুটে আসে দংশন
এক অদ্ভুত সাহসের সাথে বলে ওঠে তুমি, তুমিই জঘন্য
আমি জানি। প্রদীপ নিভে গেলে সব আলো নিভে যাবে
হয়তো কোনোদিন আমার এই অন্ধকার জীবনেরই চৰ্চা হবে
তবু বদনামে প্রসারিত এই জীবনে
আমি কখনো পারিনি কারোর কাছে আসতে;
কখনো পারিনি হতে কারুর আপন।