সম্পাদকীয়

আজ বসন্ত পঞ্চমী
শীতের রুক্ষ হিমেল হাওয়ার দুঃখী দুঃখী দিন শেষে রোদের গায়ে ফাগের রাঙা ভালোবাসা। শহরের ফুটপাথেও শিমুল পলাশ ফুল। মন রাতজাগানিয়া। পশ্চিমা দুনিয়া বলছে ভ্যালেন্টাইন্স ডে-এর প্রেম। আর ভারতের বসন্ত মুচকি হেসে দিক বদলে যাওয়া দক্ষিণের হাওয়ায় আঁচল উড়িয়ে বলছে, আমি ত চিরকাল জানি এই সময়েই ফাগুনকে ডেকে আনার জন্য বসন্ত পঞ্চমী আসে।
আর কে না জানে বসন্ত মানেই প্রেমে থই থই।
আমের মুকুল, নতুন অঙ্কুর সাথে নিয়ে পলাশপ্রিয়া সরস্বতী বীণাপানি তাঁর সুরের ছোঁয়ায় সব অসুরকে দূরে সরিয়ে দেবেন ঃ এই আশাতেই ত বসে থাকা।
বসন্ত মানেই যে আবার করে বেঁচে ওঠা। আবার সেই সোনার অক্ষরে চিঠি লেখা।
আবার বলতে শেখা ; ” তুমি সুন্দর, আমি ভালবাসি। ”
মুগ্ধ প্রাণ সমস্ত হৃদয় লুটিয়ে বলে ঃ এস এস অপেক্ষায় আছি, বাসন্তী হে ভুবনমোহিনী।
সোনালি