সম্পাদকীয়

তালাবন্ধ। লকডাউন।
জীবন, তার ওঠানামা, সব সব বন্ধ। কি? না, কোভিড। ক্ষুদ্র প্রাণকণা, ভাইরাস।
মানুষের আস্ফালনের স্পর্ধা কঠিন ভাবে গুঁড়িয়ে দিচ্ছে প্রকৃতি।
মাথা নীচু করো হে।
মৃত্যু অনায়াসেই তুলে নিচ্ছে তার জালে মুঠো মুঠো প্রাণ। আতঙ্ক আর হাহাকার ছড়িয়ে পড়ছে এদিকে ওদিকে।
তার মাঝেই লড়াই করছে মানুষ। সাইক্লোন , বন্যা, রোগ সব কিছুর পরেও। আর্ত মানুষের কাছে দৌড়ে যাচ্ছে। খাদ্য বস্ত্র চিকিৎসা নিয়ে ছুটছে। হাত বাড়াচ্ছে কেবলই। আছি আছি। পাশে আছি, বলে।
ষষ্ঠী, এল। অনেকেই বলেন, জামাই ষষ্ঠী। আর আমাদের মায়েদের মত যাঁরা, বলেন সন্তানের মঙ্গলের জন্য ষষ্ঠী।
অন্য বছর বাঙালির জন্য এটি বড় আনন্দ নিয়ে আসে।
এখন ও আনন্দ তৈরি করার চেষ্টা করছি।
সঙ্গে আছে পুরোনো আনন্দের স্মৃতি।
খাতা
আলো ঘাস এটা ওটা
ছোটো ছোটো ছবি ছাতামাথা
পেনসিল ও নেই যদি
মন রঙে ভরে থাক পাতা
যত কিছু ঝরা ফুল
অথবা কুলফি সাজিমাটি
নোনতার ফাঁকে ফাঁকে
ছোঁচা আইসকিরিমের বাটি
গালি খাওয়া ফাঁকিবাজ
গুটি গুটি হাঁটা তার
আইনের আওতায়
যত হোক তোলপাড়
পালাবেই ভেজা মন
বৃষ্টিতে ছপ ছপ
চেনার সীমানা কেটে
দিগন্ত বাসস্টপ।
বহু দূর চলে গেছে
শহর নগর গ্রাম
তবু দেখো ফের আসে
আচমকা নীল খাম।
নেই কোন দরকার
সরকারি দাম নেই
এক্তিয়ারের খাতে
তার কোন নাম নেই
বেহিসেবী অকারণ
বিরক্তিকর আর
নেহাৎ ফসিল হওয়া
কথাদের কারবার
খাতা ? কে বা পাতা চায়
উড়ে যাক উড়ো খই
সময়ের রাস্তায়
ফেলে যাওয়া হইচই।

সোনালি

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।