কাব্যানুশীলনে সুপ্রভাত মেট্যা

প্রশ্ন যখন কবিতা

এখন প্রশ্ন হল :
ভালো সাজতে গিয়ে,ভালোর হারিয়ে যাওয়াটা কতটা দোষের-
তুমি কিছু বলছ কিনা ? এটা সত্য যে
এখন দাদা ধরে এগিয়ে যাওয়াটা তোমার অভ্যাসে দাঁড়িয়েছে ।
তুলে ধরা ব্যস্ত যে তুমি নিজেকে ,
এই অন্ধকারে কোথায় লুকিয়ে ,আর কী যে চাইছ,
কার কাছে ,তার আমি কিছুই বুঝিনা ভেবেছ ?

আহা কী যন্ত্রণা ,কী জ্বালা দেখো,
বুকের যেইদিকটাতেই তুমি ক্ষত এঁকে বাড়িয়ে দিলে,
আর সেইখানেই কিনা ,কী আশ্চর্য ,দুঃখের নুন এসে জড়ো হয় ?
এই কষ্ট আমি কাকেবা জানাই।
কাকে গিয়ে বলি,বলো ?

অথচ তুমি বললে ,
সমস্ত কথাই ,আজও কবিতা হয়ে ওঠে।
হাসলে জুড়িয়ে যায় পৃথিবীর সমস্ত জ্বালা ও যন্ত্রণা ।
এই কবিতা ছাড়া আমার আর কী আছে বলো ?

না,কোনও ভালোবাসা নেই আমার !

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।