T3 || ১লা বৈশাখ || বিশেষ সংখ্যায় সুব্রত মিত্র

আর্জি
আমরা এখন কোথায় দাঁড়িয়ে আছি?
আমাদের গন্তব্য কত দূরে অবস্থিত আছে?
আমাদের প্রজন্মের দিশারী কে বা কারা হবেন?
প্রশাসন বা শাসন বলতে তারা কাকে বুঝবেন?
প্রশ্নের মাঝেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে তবে তা কি?
মানুষ কি সত্যিই আজ পূর্ণ পাশবিক?
প্রতিবাদ কোথায়? মানব সভ্যতায়?ধিক..ধিক…ধিক…….
ক্ষমতা হাতে থাকলেই কি সবকিছু করা যায়?
নাকি ক্ষমতার মাধ্যমেই সবটুকু প্রদর্শন করতে হয়?
এ কোন দেশের চিত্র?
এ কোন মনের মানবিক মানচিত্র?
একি রাজ্য?না নৈরাজ্য?
কেন হয়না গ্রহন গুণগত মানের গ্রাহ্য?
আমাদের এই পন্থায়
দেখছি অহরহ; অন্যায় দুর্বিসহ;মরছি যন্ত্রণায়
দিতে পারো নি ভাত
দিয়েছো কোমড়ে;মাথায়;পেটে লাথ
সম্ভাব্য জীবনের প্রতি মুহূর্তে দেয় হাতছানি অপঘাত
কোথায় দাঁড়িয়ে আছে আমাদের নালিশ?
আছে সেখানেও প্রভাবের রকমারি পালিশ
শিল্পী;সাহিত্যিক;লেখক সমাজ সবাই আছে চুপ
কি জানি বাবা, হয়তো তারাও কোন দেবতার হয়ে জ্বালছে ধুপ
এই অসহায় কালে এই দুঃসময়
প্রতিভাবান প্রজন্মেরা ভবিষ্যৎ গড়বার তরে করছে হায় হায়
ওদের সহমর্মিতার দায় আমাদেরও কি নয়?
সজাগ হও পৃথিবীর যত জাগরণ
সভ্যতা আজ চূড়ান্ত কাঠগোড়ায়;
সন্নিকটে ঘোষিত হয় প্রাণপণ যুদ্ধ আমরণ
প্রকৃত শিক্ষিতর শিক্ষাকে জাগিয়ে তোলো; হও আগুয়ান
হে প্রতিবাদী সমীর, হইও না স্বার্থ বধির,
পরিচয়ের মাপকাঠিতে হতে পারো তুমিও মহান।