সম্পাদকীয়

দোল এসেছে
মহামারী দুঃখ কষ্ট সব ছাপিয়ে ও দোল আসেই। পৃথিবী ঘুরে আসে সূর্যকে প্রদক্ষিণ করে।
শীতলতাকে হারিয়ে দিয়ে উত্তাপ হাত রাখে পিঠে।
বসন্ত হা হা করে দক্ষিণের বাতাসের ধাক্কা দিয়ে বলে, বেরিয়ে পড়ো। কিসের দুঃখ। দেখো আমি শুকনো পাতাদের ঘূর্ণি লাগিয়ে দিয়ে ধুলোট পথের মধ্যিখানে।
এই টুকু ত জীবন। কিসের মাপ? কেন এত ভয়ে ভয়ে থাকা?
চলো চলো।
খোলের আওয়াজ উঠেছে ডালে ডালে , আকাশে বাতাসে রাগ বাহার।
” বনে এমন ফুল ফুটেছে মান করে কি থাকা সাজে…? ”
প্রিয় শিল্পীর কণ্ঠে সুর অনুনয় করে আমার বুকের মধ্যে…
” আরে কোই যাও, পিয়া কো মানাও..
ক্যসে মানায়ে উও শাম, তড়পত রাধা প্যারি…”
সোনালি